যন্ত্র তন্ত্র তাল মান
অখল রমণী করত গান
মগন হইয়া গাওয়ে বাওয়ে
বরজ-রমণী ধনী।।
ঝাঝরি গান মৃদঙ্গ তান
ররাব ঠমকি তান মান
মূরজ কেরি ভেরী বায়
দৃমি দৃমি ঘন বাজনি।।
বীণা রেণু সব মণ্ডলী গায়
পাখোয়াজ সব কি গতি বায়
সুন্দরী পিণাক মধুর গাওনি।।
চণ্ডীদাস দেখি মগন তায়
গোপীর মণ্ডলী কি শোভা পায়
আনন্দ বড়ি সে রসের সার
ফেরি ফেরি মগন চিত্ত
বিসখ বিছল কামিনী।।