যদি গৌরচাঁদকে পাই। গেল গেল এ ছার কুল আর তাতে ক্ষতি নাই।।
জন্মিলে মরিতে হবে কুল কি কারো সঙ্গে যাবে
মিছে কেবল দুদিন ভবে করি কুলের বড়াই।।
কি ছার কুলের গৌরব করি অকূলের কূল গৌর হরি
ভব-তরঙ্গের তরী গৌর গোঁসাই।।
ছিলাম কুলের কুলবালা স্কন্ধে নিলাম আঁচলা ঝোলা।
লালন বলে, গৌর-বালা আর কারে ডরাই।।