যদি কৃষ্ণ অকরুণ হইলা আমারে।
তাহাতে বা কেবা দোষ দিবেক তোমারে।।
না কান্দিহ আরে সখি কহিয়ে নিশ্চয়ে।
কৃষ্ণ বিনে প্রাণ মুঞি না রাখিব দেহে।।
উত্তর কালের এক করিহ যে হয়।
এই বৃন্দাবনে যেন মোর তনু রয়।।
তমালের কান্ধে মোর ভুজলতা দিয়া।
নিশ্চল করিয়া তুমি রাখিহ বান্ধিয়া।।
কৃষ্ণ কভু দেখিলেই পুরিবেক আশ।
শুনিয়া কাতর যদুনন্দন দাস।।