যত সেবাপরা সখী সুচতুরা
কি দিব উপমা তার।
অতি অনুরাগে মাথে বান্ধি পাগে
সাজয়ে বিবিধা কার।।
আনন্দে অতুল কর্পূর তাম্বূল
দিয়া মুখপানে চায়।
হরষিতচিতে দোলা দোলাইতে
ললিতা বিশাখা যায়।।
শাটীর অঞ্চল কটিতে বান্ধল
সুছান্দে কিঙ্কিণী দিয়া।
বক্র হৈয়া কাছে রহে আগে পিছে
দুই পদ আরোপিয়া।
আর দুই সখী সময় নিরখি
হিন্দোলা বিশ্রাম স্থানে।
তাম্বুলসম্পুটে লঞা কর-পুটে
এ দাস উদ্ধব ভণে।।