যত নিবারিয়ে চিতে নিবার না যায় রে।
আন পথে চলিতে চায় আন পথে ধায় রে।।
এ ছার রসনা মোর হইল কি বাম রে।
যার নাম না লইব তার নাম লয় রে।।
এ ছার নাসিকা মুই কত করু বন্ধ।
তবু ত দারুণ নাসা পায় তার গন্ধ।।
সে কথা না শুনিব করি অনুমান।
পরসঙ্গে শুনিতে আপনি যায় কান।।
ধিক্‌ রহ এ ছার ইন্দ্রিয় মোর সব।
সদা সে কালিয়া কানু হয় অনুভব।।
চণ্ডীদাস বলে রাই ভাল ভাবে আছ।
মনের মরম-কথা কারে জানি পুছ।।