যতিখনে গোরা-রূপ আয়লু হেরি।
মাজল মুকুর আনলু তনি বেরি।।
মহি হে সরসহ আনন অনুপ।
ইথে লাগি মুকুরে হেরিলুঁ নিজ মুখ।
তৈখনে হেরইতে ভেল হাম ধন্দ।
উয়ল দরপণে গোরা-মুখ-চন্দ।।
মঝু মুখ সো যব ভেল সঙ্গ।
কিয়ে কিয়ে বাঢ়ল প্রেম-তরঙ্গ।।
উপজল কম্প নয়নে বহে লোর।
পুলকিত চমকি চমকি ভেলু ভোর।
করইতে আলিঙ্গন বাহু পাসরি।
অবশে আরিশি করে খসল হামারি
বহুত পরশ-রস অদরশ কেলি।
গোবিন্দদাস শুনি মুরছিত ভেলি।।