যতহু মনের কথা সকল কহিল ।
যতেক মনের সাধ সকল পূরাইল।।
ললিতা কহয়ে ধনি শুনহ বচনে।
রাখালের বেশে ধনি দাঁড়াও শ্যামের বামে।।
শুনিয়া ললিতার কথা হরষিত হিয়া।
শ্যামের বামে দাঁড়াইলা তিরিভঙ্গ হৈয়া।।
যত সখীগণ হেরে আনন্দ অন্তর।
চণ্ডীদাস কহে হেন সুখের সায়র।।