যতনহি রাই লেই চলু মন্দিরে
সখিগণ ধৈরজ লাই।
রস পরথাব কহই করি চাতুরি
কানুক হৃদয় জানাই।।
সুন্দরি তিরোহিত রহি শুন বাত।
অদভুত উনহিক প্রেমরস মাধুরি
কতিহুঁ কহই নাহি যাত।।
বাইক বিরহ অধিক করি মানই
উনহিক সুখ নিজ মান।
কেবল দেহ ভেদ পুন বুঝিয়ে
নহে পুন এক পরাণ।।
আনন্দ বাত উঠায়ত পুনাপুন
পূছত রজনি বিলাস ।
গহন গমন দুখ সবহুঁ মিটায়ল
অনু কহ গোবিন্দদাস।।