যজ্ঞপত্নী অন্ন দিয়া নয়ানইঙ্গিত পায়্যা
নিজ গৃহে করিলা গমনে।
অন্ন পাই বন মাঝে আনন্দে রাখালরাজে
সখা সহ বসিলা ভোজনে।।
অগ্রজ শ্রীবলরাম কৃষ্ণ করি নিজ বাম
চৌদিগে বেঢ়িয়া সব সখা।
আনিয়া পলাশ পাত বাঢ়িলা ব্যঞ্জন ভাত
কি আনন্দ নাহি তার লেখা।।
খাইতে খাইতে সুখে কেহ দেই কারু মুখে
বন্য ভোজন রসকেলি।
খাইতে খাইতে আগে ব্যঞ্জন যে ভাল লাগে
প্রশংসি প্রশংসি ভাল বলি।।
কক্ষতালি দিয়া দিয়া ভুঞ্জয়ে আনন্দ হিয়া
সুখের সাগর মাঝে ভাসে।
ভোজন হইল সায় আচমন কৈলা তায়
গুণ গায় এ উদ্ধবদাসে।।