ময়ূর ময়ূরী নাচে ফিরি ফিরি
আসিয়া মাধবী-তলে।
দেখিয়া কুপিত হইল বেকত
তারে ধনী কিছু বলে।।
হেথা কেন তোরা নাচে হয়ে ভোরা
দিতে সে শোচনা সারা।
ঝাট চলি যাও যেখানে রসিক
নাগর শেখর তোরা।।
নিকুঞ্জ-ভবনে যাহ সেইখানে
এখানে নাচহ কেনে।
হেথা কিবা সুখ সুখের বিচার
ভাবিয়া দেখহ মনে।।
তুমি না ধরিতে শ্যামল বরণ
তবে সে হইতে ভাল।
কালিয়া বরণ দেখি মোর মন
আনল উঠিয়া গেল।।
কালা আছে যথা তোরা যাহ তথা
এখানে কিসের কাজ।
কালিয়া বরণ বরণ মিশাহ
যেখানে রসিকরাজ।।
কোপে সুধামুখী করতালি দিয়া
ময়ূর উড়ায়ে দিল।
চণ্ডীদাস বলে অপার মানেতে
সে ধনী হইল ঢল।।