মৌলি মঞ্জুল গুঞ্জ ফলফুল
কুটিল কুন্তল সোহি।
জঘন চঞ্চল বদন শিথিল
অখিল-জন-মন-মোহি।।
গোপীগণ মাঝ নাগর বিরাজে
নাচয়ে নত্তক বীর।
সঞ্চিত অমৃত মুরলি কী ধৃত
রঙ্গ বহুত যমুনাক তীর।।
কণ্ঠে নবদাম দোলে অনুপাম
স্বর্ণ মণিময় হার।
কর্ণে ঝলমল মকর কুণ্ডল
রুচির গণ্ড-বিহার।।
শোভা পরিপাটী কটি দেশে ধটি
রুচির কিঙ্কিণি জান।
চরণে মঞ্জির মুঞ্জল বরকর
গোবিন্দদাস পরমাণ।।