মো মেনে মলুঁ মো মেনে মলুঁ।
কি খেনে গৌরাঙ্গ দেখিয়া আলুঁ।।
সাত পাঁচ সখী যাইতে ঘাটে।
শচীর দুলাল দেখিলুঁ বাটে।।
হাসিয়া রসিয়া সঙ্গিয়া সঙ্গে।
কৈল ঠারঠোরি কি রস-রঙ্গে।।
থীর বিজুরি করিয়া একে।
সেহো নহে গৌরাঙ্গ অঙ্গের রেখে।।
আঁখির নাচনি ভাঙুর দোলা।
মোর হিয়া মাঝে করিছে খেলা।।
চান্দ মলিন বদন ছান্দে।
দেখিয়া যুবতি ঝুরিয়া কান্দে।।
চাঁচর কেশে ফুলের ঝুঁটা।
যুবতি উমতি কুলের খোঁটা।।
তাহে তনু সুখ বসন পরে।
গোবিন্দদাস তেঞি সে ঝুরে।।