মোহে বিহি বিপরীত ভেল।
অভিমানে মোহে উপেখি পহুঁ গেল।।
কি করিব কহ না উপায়।
কেমনে পাইব সেই মোর গোরা রায়।।
কি করিতে কি না জানি হৈল।
পরাণ-পুতলি গোরা মোরে ছাড়ি গেল।।
কে জানে যে এমন হইবে।
আঁচলে বান্ধিতে ধন সায়রে পড়িবে।।
চৈতন্যদাসের সেই হৈল।
পাইয়া গৌরাঙ্গচান্দ না ভজি তেজিল।।