মেয়ের প্রেমে মজিস্ না ভাই তোরা,
মেয়ের প্রেমে মজলি পরে–হরি পোড়া পোড়া।
যখন বসি গুরুর কাজে, আবার ঐ মেয়ে এসে কাছে বসে,
সে ধীরে ধীরে আঁখি ঠারে; — ও আমার মন চলে যায় ছাড়া ছাড়া।
আরও চণ্ডীদাস আর রজকিনী, তারাই প্রেমের ধন্য শুনি,
তারা এক মরণে দুইজন মরে লালন কয়, মরবি কি আজ তোরা।