মুর্শিদবাণী সত্যজানি, জপরে নাম নিরলে, দমকলে, প্রাণবন্ধের কৃপা নি মিলে। ধু
তিন তারে চালায়ে খবর, ছয় থানাতে নজর কর,
পঞ্চঘরে হীরা লাল গাঁথুনী, কিরে হায় হায় হায়।
ওগো বিন্দুবারি স্নান করি, রূপ-সিন্ধুর মিশ গে জলে। (দমকলে)
জপ নাম শক্ত মনে, নিশিকাল অবসানে,
দিন রজনী ঐ চরণের আশে, কিরে হায় হায় হায়,
ওগো নিরানন্দে রাখে তোমায়, দেখবে মনে কি বলে। (দমকলে)
রূপ-সিন্ধু যমুনার জলে, যার কপালে কৃপা খুলে,
তাতে মিলে দুইটি নিশান, কিরে হায় হায় হায়,
ওগো, বিশ্বাসে আঙ্কুশ দিয়ে, সত্য মিথ্যা দেখ মূলে। (দমকলে)
মগন হয়ে চালাও মন, চরণ তরী অনুক্ষণ,
চালাও ডিঙ্গা সুরধুনী নীরে, কিরে হায় হায় হায়,
ওগো, যেমন তোমার, তেমন হয় তার, সত্য সত্য সত্য বলে। (দমকলে)
গলে পর প্রেম রশি, দেখবে রেতুই কালশশী,
হৃদয় মন্দির হইবে প্রকাশ কিরে হায় হায় হায়,
ওগো, শিশুর মত হৈলেরে মন, যত্ন করে লয় কোলে। (দমকলে)
জহুরুল হুছেনে কয়, মনে কিছু শান্ত নয়,
সিলেটের তরফে নিবাস, কিরে হায় হায় হায়,
ওগো কৃপা মাত্র মনে যাচি, আর শফায়াত রছুলে। (দমেকলে)