মুরলী শিখিলে যদি বিনোদিনী রাই।
খানিক নাচহ তুমি মুরলী বাজাই।।
রাই অঙ্গে অঙ্গ দিয়া নাগর কাহ্নাই।
নাচিতে নাচিতে যায় দোঁহে এক ঠাঁই।।
তা দেখি ময়ূরীগণ নাচে ফিরি ফিরি।
জয় রাধে জয় কৃষ্ণ গায় শুকসারি।।
ফলফুলে তরুলতা লম্বিত হইয়া।
চরণ পরশ লাগি পড়ে লোটাইয়া।।
বৃন্দাবনে আনন্দ হিলোল বহি যায়।
গোবিন্দদাস হেরি নয়ন জুড়ায়।।