মুরলী শিখিবে রাধে গাও দেখি শুনি।
নানা রাগ আলাপনে মিশায়ে রাগিণী।।
হাসি হাসি বিনোদিনী বাঁশী নিলা করে।
প্রণাম করিয়া শ্যামে বাজায় অধরে।।
শ্যাম নটবর তাহে নাগরী মিশালে।
সুখময় শ্যামরায় বলে ভালে ভালে।।
মায়ূর মঙ্গল আর গায়ত পাহিড়া।
সুহই ধানশী আর দীপক সিন্ধুড়া।।
রাগরাগিনী শুনি মোহিত নাগর।
শুনিয়া দিলেন তারে হার মনোহর।।
জ্ঞানদাসে কহে রাই এখনি শিখিলা।
ভুবনমোহিনী রাধে বাঁশী বাজাইলা।।