মুরলী শিখিবে যদি বিনোদিনী রাই।
সোনার বরণ বাঁশী কভু বাজে নাই।।
সোনার বরণ রাই হও দেখি কাল।
পীত ধটি পরিয়া কাঁচলী টেনে ফেল।।
সোনার বরণ বন্ধু কালী হতে পারি।
তোমা হেন নিলাজী হইতে নাহি পারি।।
তুমি যেমন চূড়া তেমন বাঁশী তেমন কয়।
অবিরত রমণীমণ্ডলে লাজ হয়।।
যে রন্ধ্রে যে ধ্বনি উঠে নিশ্চয় করিয়া ।
জ্ঞানদাসের মনে রহিল জাগিয়া।।