মুরলী-মিলিত অধর নব পল্লব
গাওত কত কত রাগ।
কুলবতি হোই মন্দির ছোড়ি আয়লোঁ
সহই না পারি বিরাগ।।
মাধব তোহে কি শিখায়ব গান।
গৌরি আলাপি শ্যাম নট সঞ্চরু
তব তোহে বিদগধ জান।।
মুরলি ছোড়ি যব মধুর আলাপবি
তেসর জন জনি জান।
কণ্ঠ হি কণ্ঠ মেলি অব সমুঝিয়ে
যতি খণে হোত সুঠান।।
নিরজন জানি হৃদয়ে অবধারবি
ঐছন গুণবতি ভাস।
গুণিজন-লাজ যৈছে নাহি হোয়ত
কহতহি গোবিন্দদাস।।