মুরলীর স্বরে রহিবে কি ঘরে
গোকুল যুবতীগণে।
আকুল হইয়া বাহির হইবে
না চাবে কুলের পানে।।
কি রঙ্গ লীলা মিলায় শিলা
শুনিলে সে ধ্বনি কাণে।
যমুনা পবন স্থগিত গমন
ভুবন মোহিত গানে।।
আনন্দ উদয় শুধু সুধাময়
ভেদিয়া অন্তরে টানে।
মরমে জ্বালা জীয়ে কি অবলা
হানয়ে মদন বাণে।।
কুলবতী কুল কৈল নিরমূল
নিষেধ নাহিক মানে।
চণ্ডীদাস ভণে রাখিও মরমে
কি মোহিনী কালা জানে।।