মুরলি রে মিনতি করয়ে বারে বার।
শ্যামের অধরে রৈয়া রাধা রাধা নাম লৈয়া
তুমি মেনে না বাজিও আর।।
খলের বদনে থাক নাম ধরি সদা ডাক
গুরুজনা করে অপযশ।
খল হয় যেই জনা সে কি ছাড়ে খলপনা
তুমি কেনে হও তার বশ।।
তোমার মধুর স্বরে রহিতে নারিলাম ঘরে
নিঝরে ঝরয়ে দুনয়ান।
পহিলে বাজিলা ঘরে কুল শীল গিয়াছে তবে
অবশেষে আছে মোর প্রাণ।।
যে বাজিলা সেই ভাল ইথেই সকলি গেল
তোরে আমি কহিলুঁ নিশ্চয়।
এ দাস উদ্ধবে ভণে যে বংশীর গান শুনে
সে জন তেজই কুলভয়।।
উৎসঃ শ্রীহরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত ‘বৈষ্ণব পদাবলী’ গ্রন্থ থেকে সংগৃহীত।