মুরছিত রাই হেরি সব সখিগণ
হোয়ল বিকল পরাণ।
ঊর পর কত শত কর-ঘাত হানই
নীঝরে ঝরয়ে নয়ান।।
হরি হরি কিয়ে আজু দৈবক খেলি।
রাইক শ্রবণে শ্যাম দুই আখর
উচ-সরে সবজন কেলি।।
বহুখনে চেতন পাই সুধামুখি
কাতরে চৌদিশে চাহ।
বেঢ়ি সব সহচরি করয়ে আশ্বাসন
কানু কহে যবে পুর মাহ।।
তুরিতহিঁ সঙ্কেত-কুঞ্জে তোহে মীলব
হোয়ব অধিক উলাস।
তাক সম্বাদ জানাইতে তৈখনে
চলু যদুনন্দন দাস।।