মুরছিত যব রহ নারি।
সো দুখ কহই না পারি।।
যব নামহি তব লেই।
চেতন পাই তব রোই।।
সো কছু শুনহ কান।
হাম কহই কিয়ে জান।।
কহইতে বিদরে পরাণ।।
গোবিন্দদাস পরমাণ।।
মুরছিত যব রহ নারি।
সো দুখ কহই না পারি।।
যব নামহি তব লেই।
চেতন পাই তব রোই।।
সো কছু শুনহ কান।
হাম কহই কিয়ে জান।।
কহইতে বিদরে পরাণ।।
গোবিন্দদাস পরমাণ।।