মুরছল সহচরি মুরছল গোরি।
কো পরবোধব সবহুঁ বিভোরি।।
তুরিতে মিলল তাহাঁ নন্দকুমার।
সবহুঁ গোপীগণ নয়নে নেহার।।
চেতন পাই উঠয়ে সচকীত।
পাওল জীবন ভেল সম্বীত।।
পুন না দেখিয়া রাই আকুল ভেল।
ইহ যদুনন্দন হৃদি মাহা শেল।।
মুরছল সহচরি মুরছল গোরি।
কো পরবোধব সবহুঁ বিভোরি।।
তুরিতে মিলল তাহাঁ নন্দকুমার।
সবহুঁ গোপীগণ নয়নে নেহার।।
চেতন পাই উঠয়ে সচকীত।
পাওল জীবন ভেল সম্বীত।।
পুন না দেখিয়া রাই আকুল ভেল।
ইহ যদুনন্দন হৃদি মাহা শেল।।