মুদির-মরকত মধুর মূরতি
মুগধ মোহন ছান্দ।
মল্লি-মালতি- মালে মধুমত
মধুপ মনমথ-ফান্দ।।
শ্যাম-সুন্দর সুঘড়-শেখর
শরদ-শশধর হাস।
সঙ্গে সবয়স সুবেশ সম-রস
সতত সুখময় ভাষ।।
চিকণ চাঁচর চিকুর চু্ম্বিত
চারু চন্দ্রক পাঁতি ।
চপল চমকিত চকিত চাহনি
চীত চোরক ভাঁতি।।
গিরিক গৈরিক গোরজ গোরচন
গন্ধ-গরভিত বাস।
গোপ গোপন গরিম গুণ-গান
গাওয়ে গোবিন্দদাস।।