মুঞি যদি বলোঁ পাসরোঁ কান
মনে সে না লয় আন।
তিল-আধ তার মুখ না হেরিলে
নিঝরে ঝরে নয়ান।।
শুন শুন শুন পরাণের সই
কানুর পিরীতি কাজে।
তনু মন ধন ভেল পরাধীন
কি আর করিবে লাজে।।ধ্রু।।
মানের নামে সে পরাণ উছলে
ছার মানে কিবা কাজে।
শুনিতে না চাহোঁ কানুর বচন
কাণে সে মুরলী বাজে।।
চলিতে না চাহোঁ কানাইর পাশে
চরণে থির না বান্ধে।
গোবিন্দদাস কহে কানুর লাগিয়া
ভালে সে পরাণ কান্দে।।