মুঞি কেনে পীরিতি কৈলুং নিঠুর কালার সনে।
নিঠুর কালার প্রেমজ্বালা না সহে পরাণে।। ধু
ঘরেতে বসিয়া শুনি মথুরা বাজে বাঁশী। সুতিলে স্বপন দেখি জাগিলে উদাসী।।
বাও নাই বাতাস রে নাই, কদম্ব কেনে হেলে।
মুঞি নারীর করমের দোষে ডাল ভাঙ্গি পড়ে।
কলসীতে জল রে নাই বসিয়া রৈলুং ঘরে। চলিতে না পারি আমি যৌবনের ভরে।।
সৈয়দ মর্তুজা কহে মনেত ভাবিআ। মুঞি কেনে বসিয়া রৈলুং পীরিতি লাগিআ।।