মুঞিত পাপিষ্ঠ অতি মতি দুরাচার।
ভালমন্দ নাহি জানি শাস্ত্রের বিচার।।
অহে মহাপ্রভু মোর কি গতি হইবে।
কেমনে গোবিন্দ ভক্তে পুরুষার্থ লভিবে।।
মিছা কাজে গেল কাল আয়ু ভেল ক্ষীণ।
সাধুসঙ্গ না করিলুঁ না গেল কুদিন।।
নরোত্তম দাসে কয় দন্তে তৃণ করি।
এইবার করুণা কর কমলাক্ষ হরি।।