মুগধিনি নারী মান না জানয়ে
না জানয়ে সুরত বিলাস।
কেবল তোঁহারি পিরিতি রস লালসে
মিলল পহিল সম্ভাষ।।
মাধব! তোহে কি বুঝিয়ে হেন রীত।
বিনি দোষে বাণী কাহে উপেখলি
না বুঝিয়ে তোহারি পিরিত।।
আঁচর বদনে দেই খিতিতলে বৈঠই
বচন কহিতে নাহি জানে।
মালতি ভ্রমর মিলন নহি হেরসি
মাতসি নলিনী মধু পানে।।
নব রস রঙ্গ তাহে শিখাওবি
পিরিতি করবি নিরযাস।
গোবিন্দদাস ভণি রসিক শিরোমণি
মিলল রাইক পাশ।।