মূক্তি আছে সুরধুনী কূলে বা কালিয়ার কানু মুক্তি আছে সুরধুনী কূলে।
গঙ্গা ও যমুনার জল, তাতে সুধা নিরমল, কংস আছে তার পাটে বসি।
কুলবধূ দেশওয়ালিনী, আনিতে যমুনারি পানি গেল ঠেকে যশোদা মন্দিরে।
কংস হাতে নিয়ে বাঁশী, ফুঁকে তার হাসি হাসি, ভুলায় যত রমণীর মন।
নন্দিনী রূপসী সনে, বেহার করে সখিগণে, ক্ষণে বসে তমালের তলে।
ধন-মান-প্রাণ দিয়ে, অভাবেতে ভাব নিয়ে, কুম্ভ নিল জলে ভাসাইয়ে।
হায়রে বাউল মম, আসা যাওয়া অকারণ যমুনাতে না হৈল মিলন।
দিন গেল সন্ধ্যা হ’ল, মান কুল গওয়াইল, ভাবে বলে জহরুল হুছেন।