মুকুলিত বকুল কুসুমাঞ্চিত কেশ।
রুচির চন্দন চারু চর্চ্চিত বেশ।।
অভিনব জলধর দেহ তমালে।
শোভিত পরিমল মালতী মালে।।
মণিময় মকর কুণ্ডল শ্রুতি দেশে।
তড়িদিব নব পীত বসন বিশেষে।।
প্রতাপনারায়ণভণিত মধুপ।
পরমপুরুষ পুরুষোত্তম রূপ।।
মুকুলিত বকুল কুসুমাঞ্চিত কেশ।
রুচির চন্দন চারু চর্চ্চিত বেশ।।
অভিনব জলধর দেহ তমালে।
শোভিত পরিমল মালতী মালে।।
মণিময় মকর কুণ্ডল শ্রুতি দেশে।
তড়িদিব নব পীত বসন বিশেষে।।
প্রতাপনারায়ণভণিত মধুপ।
পরমপুরুষ পুরুষোত্তম রূপ।।