মুকুট উতারি জটাজুট বান্ধল
পহিরল ফটিক মাল।
চন্দন উতারি ভসম চড়াওল
বাউলবেশ বনাল।।
পীতধটি ছোড়ি কোপিন পহিরল
শঙ্খ কি কুণ্ডল কানে।
ময়ূরক পুচ্ছ হাত ধরি মাধব
আওল শিঙ্গরব করতহি।
গোরখ জাগাই জটিলা ভীখ আনি দেল।
মৌনী যোগেশ্বর মাথ ঢুলাওত
বুঝল ভীখ নাহিঁ লেল।।
জটিলা কহত কিএ তুহুঁ মাঙ্গত
যোগী কহত বুঝাই।
তো বধূ হাথ ভীখ হাম লেয়ঙ্গি
তুরতহিঁ দেহ পাঠাই
পতিবরতা বিনু ভীখ যদি লেয়ঙ্গি
যোগিবরত ভএ নাশ।
তাকর বচন শ্রবণে তনু পুলকিত
ধাই কহল বধূপাশ।।
দ্বারে যোগিবর শরির মনোহর
জ্ঞানী বুঝলুঁ অনুমানে।
প্রেম ভকতি করি রতন থারি ভরি
ভীখ দেহ তছু ঠামে।।
গোধূম চূর্ণ পূর্ণ করি থারহিঁ
রতন কটোরহিঁ ঘিউ।
করে কর জোড়ি লেহ করি ফুকরই
তাহে হেরি থর থর জিউ ।।
যোগী কহত হাম ভীখ নাহিঁ লেয়ঙ্গি
ও মুখ বচন এক চাই।
নন্দ-নন্দন পর যো অভিমানহ
মাফ করহ ঘর যাই।।
হাসি হাসি মুখ ঝাপল জানল
ভেখধারি নটরাজ।
গোবিন্দদাস কহ রসিক শিরোমণি
সাধল মানস কাজ।।