মা বাপ জনম না ছিল যখন
আমার জনম হল।
দাদার জনম না ছিল যখন
পাকিল মাথার চুল।।
ভগ্নীর জনম না ছিল যখন
ভাগিনা হইল বুড়া।
অনিত্য কুলের এ কি বিপরীতে
ন পিতা ন পিতা খুড়া।।
শ্বশুর শাশুড়ী না ছিল যখন
তখন হয়েছে বউ।
ঘরের ভিতরে বসিয়া রয়েছে
ইহা না বুঝয়ে কেউ।।
মাটীর জনম না ছিল যখন
তখন করেছি চাষ।
দিবস রজনী না ছিল যখন
তখন গণেছি মাস।।
(এখন) এ কুল ও কুল দুকুল ডুবিল
পাথারে পড়িল দেহ।
কহে চণ্ডীদাসে কে আমি কে তুমি
ইহা না বুঝয়ে কেহ।।