মালতি মধু মধুকর কর পান।
সুপুরুস জঞো হো গুন নিধান।।
অবুঝ ন বুঝএ ভলাহু বোল মন্দ।
ভেক ন পিবএ কুসুম মকরন্দ।।
এ সখি কি কহব অপনুক দন্দ।
সপনেহুঁ জনু হো কুপুরুস সঙ্গ।।
দূরে পটাইঅ সীচীঅ নীত।
সহজ ন তেজ করইলা তীত।।
কতে জতনে উপজাইঅ গূন।
কহল ন বুঝএ হৃদয়ক সূন।।
মন্দা রতন ভেদ নহি জান।
মন্দা বান্দর মূহ ন সোভএ পান।।