মাধব হেরিঅ আয়লুঁ রাই।
বিরহ-বিপতি ন দেই সমতি
রহল বদন চাই।।
মরকতস্থলি সুতলি আছলি
বিরহে সে খীন দেহা।
নিকস পাষাণে যেন পাঁচ বানে
কসিল কনক রেহা।।
বয়ান মণ্ডল লোটায় ভূতল
তাহে সে অধিক সোহে।
রাহু ভয়ে সসী ভূমে পড়ু খসি
ঐসে উপজল মোহে।।
বিরহ বেদন কি তোহে কহব
সুনহ নিঠুর কান।
ভন বিদ্যাপতি সে জে কুলবতী
জীবন সংসয় জান।।