মাধব রাধা পেখলু আই।
আধ যমুনা জল আধ রহল স্থল
কুসুম সেজে শোয়াই।।
কোই কহে বিষধর বিষমে দংশয়ে
কোই কহে ব্যাধি বিকারা।
কোই কহে রমণি সুরগ্রহ পীড়িত
কোই কহে ভূত বিকারা।।
কোই ঔষধ দেয়ত কোই নাম শুনায়ত
কোই দেখত কর টানি।
কোই যতন করি শ্বাস নিরখয়ে
কোই মুখে সিঞ্চয়ে পানি।।
দশম দশা ভেল কান্তি মলিন হৈল
সখিগণ ছোড়ল পাশ।
শুন শুন মাধব তোহারি চরণ ধরি
কহতহি গোবিন্দদাস।।