মাধব মুরলী শিখাওবি মোয়।
কোন রন্ধ্রের স্বরে মৃত তরু মুঞ্জরে
ফল ফুল বিকসিত হোয়।।
কোন রন্ধ্রের স্বরে ধবলী শ্যামলী ফিরে
ময়ূর ময়ূরী আসি নাচে।
কোন রন্ধ্রের স্বরে পুলকিত কলেবরে
হরিণ হরিণী আস্যে কাছে।।
কোন রন্ধ্রের স্বরে যমুনা উজান ধরে
রবি ডাড়াইঞা শুনে গান।
পবন গমন ছাড়ি শ্রবণ অঞ্জলি ভরি
অধর অমৃত করে পান।।
কি শুনি যুবতি সতি ছাড়এ আপন পতি
তোমার পরশ-রস আশে।
দীনবন্ধু দাস বলে পড়িঞা চরণতলে
শিখাইঞা পুর অভিলাষে।।