মাধব মাস তীথি ভউ মাধব
অবধি কইএ পিয়া গেলা।
কুচযুগ শম্ভু পরসি করে বোললহ্নি
তে পরতীতি মোহি ভেলা।।
সখি হে কতহু ন দেখিঅ মধাই
কাঁপ সরীর থির নহি মানস
অবধি নিধ ভেল আগী।।
চান্দন অগরু মৃগমদ কুঙ্কুম
কে বলো শীতল চন্দা।
পিয়া বিসলেখে অনল জঞাে বরিসয়ে
বিপতি চিহ্নিঅ ভল মন্দা।।
ভনই বিদ্যাপতি অরেরে কলামতি
অবধি সমাপিল আজি।
লখি দেবিপতি পূরিহ মনোরথ
আবিহ সিবসিংহ রাজা।।
( শ্রীখগেন্দ্র নাথ মিত্র ও শ্রীবিমানবিহারী মজুমদার সম্পাদিত ” বিদ্যাপতির পদাবলী ” বইটির থেকে এই পদটির একটি পাঠান্তর পাওয়া যায়। )
মাধব মাস তীথি ছল মাধব
অবধি করিয়ে পহু গেলা।
কুচযুগ শম্ভু পরশি হসি কহললি
তেঁহ পরতীতি মোহি ভেলা।।
অবধি ওর ভেল সময় বিয়াপিত
জীবন বহি গেল আশে।
তখনুক বিরহ যুবতী নহি জীউতি
কি করত মাধব মাসে।
ছন ছন কয়কই দিবস গমাওলি
দিবস দিবস কয় মাসে।
মাস মাস কই বরস গমাওলি
আর জীবন কোন আশে।।
আম মজর ধরু মন মোর গহর
কোকিল শবদ ভেল মন্দা।
এহন বয়স তেজি পহু পরদেশ গেল
কুসুম পিউল মকরন্দা।।
কুমকুম চানন আগি লগাওলি
কেও কহে শীতল চন্দা।
পহু পরদেশ অনেককই রাঘখি
বিপতি চিহ্নিয়ে ভলমন্দা।।
ভনহি বিদ্যাপতি শুন বর যৌবতী
হরিক চরণ করু সেবা।।
পরল অনাইতি তেঁই ছথি অন্তর
বালমু দোষ না দেবা।।