মাধব মাধব হোহু সমধান।
তুঅ বিনু ভুবন করব রিতু পান।।
প্রথম পচীস অঠাইস ভেল।
তামস বদন হেম হরি লেল।।
পচীস অঠারহ বীস তনু জার।
ছিতি সুত তেসর সে জিব মার।।
সুমরিঅ মাধব ও দিন সিনেহ ।
জে দিন সিংহ গেল মীনক গেহ।।
ভনহিঁ বিদ্যাপতি অচ্ছর লেখ।
বুধ জন হোএ সে কহে বিশেখ।।