মাধব মন জনু রাখিএ রোসে।
অবসর তেজি কতয় চল গেলহুঁ
তাহি হমর কোন দোসে।।
তীনি সৈ সাঠি আধ মিহ্না দৈব
সে কয় গেলহুঁ ঠেকানে।
তা দীগুন তকরো পুনি সট্‌গুন
অয়লহুঁ তকরো নিদানে।।
বিরহ উদাপ দাপ তন ঝাঁঝর
করয় চাহজিব অন্তে।
অব হম করব কী লয় তুঁঅ আদর
প্রেম পদারথ তুঁঅ কান্তে।।
কুচ জুগ কমল উতঙ্গ ভার উর সে
কুম্‌হিলাএল ফুটী।
গর গর চুবয় অমিয় ভিজু আঁচর
অব রহল ভয় সীঠী।।
ঈ সুনিয় বচন সুনিয় মধুরাপতি
বিহুঁসি হঁসলি সুখ ফেরী।
ধন জন জৌবন থীর নহি কৌখন,
ককরানৈ এক বেরী।।
অজয় বৈন কমল সুনু ভামিনি,
বূঝল তুঅ সদভাবে।
সূখল সারি জৌঁ নীর পটাবিয়,
অবসর কাল কাজ কিছু আবে।।
ভনহিঁ বিদ্যাপতি সুনু বর জুবতি
ঈ থিক নবরস রীতী।
অপন পুরুস কে প্রেম জমাবিঅ
বিসরি জাহু সব নীতী।।