মাধব পেখলুঁ সে ধনী রাই।
চিত-পুতলি জনু এক দিঠে চাই।।
বেঢ়ল সকল সখী চৌপাসা।
অতি খীন স্বাস বহই তসু নাসা।।
অতি খীন তনু জনু কাঞ্চন রেহা।
হেরইতে কোই ন ধরু নিজ দেহা।।
কঙ্কন বলয়া গলিত দুহু হাত।
ফুয়ল কবরী না সম্বরী মাথ।।
চেতন মুরছন বুঝই ন পারি।
অনুখন ঘোর বিরহ জরে জারি।।
বিদ্যাপতি কহ নিরদয় দেহ।
তেজল অব জগজন অনুনেহ।।