মাধব ধৈরজ না কর গমনে।
তোহারি বিরহে ধনী অন্তর জর জর
মানস মীলন শমনে।।ধ্রু।।
ধূলিধূসর ধনী ধৈরজ না রহ
ধরণী শুতল ভরমে।
মুকত কবরী ভার হার তেয়াগল
তাপিত তিসিত পরাণে।।
বিগলিত অম্বর সম্বর নহে ধনী
সুর সরিৎ স্রবে নয়নে।
কমলক কমলজ কমলহি ঝাঁপল
সোই নয়নবর বয়নে।।
মা বোলই ধনী ধরণিতলে মুরছলি
প্রাণ পরবোধ না মানে।
কহই চতুরি ধনী আর কিয়ে হোয় জানি
পামরি গোবিন্দ পরমাণে।