মাধব ধনী উনমাদিনী ভেলি।
যব ধরি স্বপনে দরশ তুহুঁ দেলি।।
তোহারি নামগুণ সঘনে আলাপি।
চহুদিশ চাহি চৌঁকি ঘন কাঁপি।।
বিষম নিশাস তেজই খণে ধন্দ।
খণে মহি গিরই ঝরই দিঠি মন্দ।।
খণে উহ নীপবিপিনে চলি যায়।
সহচরী যতনে রোখি রহু তায়।।
খলখল হাসি বয়নে দেই বাস।
মৌন গহই খণে মানই তরাস।।
নরহরি পেখি আয়ল পরমাদ।
তিলে তিলে বাঢ়ই বিরহ বিষাদ।।