মাধব দেখলি বিয়োগিনি বামে।
অধর ন হাস বিলাস সখী সঙ্গ
অহনিস জপ তুঅ নামে।।
আনন সরদ সুধাকর সম তসু
বোলে মধুর ধুনি বানী।
কোমল অরুন কমল কুম্ভিলায়ল
দেখি মন অইলহুঁ জানী।।
হৃদয়ক হার ভার ভেল সুবদনী
নয়ন ন হোএ নিরোধে।
সখি সব আএ খেলাওলি রঙ্গ করি
তসু মন কিছুও ন বোধে।।
রগড়ল চানন মৃগমদ কুঙ্কুম
সভ তেজলি তুঅ লাগি।
জনি জলহীন মীন জক ফিরইছি
অহোনিস রহইছি জাগি।।
দূতি উপদেস সুনি গুনি সুমিরল
তখনই চললহি ধাঈ।
মোদবতী পতি রাঘব সিংঘ গতি
কবি বিদ্যাপতি গাঈ।।