মাধব তুহুঁ যব নিকরুণ ভেল।
মিছ অবধি দিন গণি কত রাখব
ব্রজবধূ জীবন শেল।।
কেহ যমুনাজল কেহ ধরণীতল
কেহ কেহ লুঠই কুঞ্জ।
এতদিনে বিরহ মরণ-পথ পেখলুঁ
তাহে তিরবিধ পুঞ্জ।।
থোর সরোবরে তপত জন আকুল
আকুল সফরী-পরাণ।
জীবন মরণ মরণ ধরু জীবন
গোবিন্দদাস ভালে জান।।