মাধব তরুতলে রাই।
তুয়া পথ পুন পুন চাই।।
আঁচরে করয়ে শয়ান।
কত সহে রসের পরাণ।।
কাহে আনাঅলি তায়।
বেদন বুঝয়ে না জায়।।
গোবিন্দদাস অব ভাস।
অব চলুঁ রাইক পাশ।।