মাধব জাই পেখহ তুহুঁ বালা।
আজিহুঁ কালি পরান পরিতেজব
কত সহু বিরহক জ্বালা।।
সীতল সলিল কমল দল সেজহি
লেপহুঁ চন্দন-পঙ্কা।
সে সব যতহি আনল সম হোয়ল
দস গুন দহই মৃগঙ্কা।।
সকতি গেলহু ধনি উঠই ধরনী ধরি
খেপহুঁ নিসি দিশি জাগি।
চমকি চমকি ধনী বোলত সিব সিব
জগত ভরল তসু আগি।।
কাহে উপচার বুঝই ন পারই
কবি বিদ্যাপতি ভান।
কেবল দসমী দসা বিধি সিরজল
অবহু করহ অবধান।।