মাধব জাইতি দেখলি পথ রামা।।
অবলা অরুন তরা গন বেঢ়লি
চিকুর চামরু অনুপামা।।
জলনিধি-সুত সন বদন সোহাওন
সিখর-বীজ রদ-পাঁতী।।
কনক লতা জনি ফড়ল সিরীফল
বীহ রচল বহু ভাঁতী।।
অজেআ-সুত-রিপু-বাহন জেহন
তা সন চলু জিমি রাহী।
সাগর গরহ সাজি বর কামিনি
চললি ভবন পাতি তাহী।।
খগপতি-তনয় তাসি রিপু-তনয়া
তা গতি জেহন সমানে।
হর বাহন তেঁহি হেরইতে হেরলহ্নি
কবি বিদ্যাপতি ভানে।।