মাধব জগত কে নহি জান।
আরতি আকুল জঞো কেও আবএ
বড় কর সমধান।।
হমে যে ভাবিনি ভাদর জামিনি
অএলাহু জানি সুঠাম।
তোহে সুনাগর গুনক আগর
পূরত সকল কাম।।
কত ন মন মনোরথ অছল
সবে নিবেদব তোহি।
পূরুব পুনে পরীনতি পওলাহে
পুছি ন পুছহ মোহি।।
হমে হেরি মুখ বিমুখ কএলহ
মন বেআকুল ভেল।
তোহে জঞো পরে হীত উদাসিন
জূগ পলটি ন গেল।।
এত সুনি হরি হসি হেরু ধনি
কয়লহ্নি সো রস দান।
তখনে সুন্দরি পুলকে পুরলি
কবি বিদ্যাপতি ভান।।