মাধব কী কহব সো বরনারি।
গুরুজন নয়ন নয়নে রহে সুন্দরি
নব যৌবন মুদি ভারি।।
দিবসক মাঝ বাহির নাহি হোয়ত
দিনকর-কিরণ তরাস।
ননিক পুতলি জনু আতপে মিলায় তাহু
মিলব দুকুল পীতবাস।।
এহি বচন শুনল যব মাধব
শুতল কুঞ্জ কুটীর ।
গর গর অন্তর বচন নাহি আয়ত
ঝর ঝর নয়নক নীর।।
সহচরি গোরি করে ধরি মধব
মাজত আনন চন্দ।
দারুণ মদন দ্বিগুণ তনু দগধল
গোবিন্দদাস পরবন্ধ।।